সমুদ্রবন্দরে সংকেত ৩, চট্টগ্রাম-বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপ এর তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আরও পড়ুন: কামারখন্দে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
এতে আরও বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম