বুবলীর আপত্তি নেই অপুর সঙ্গে কাজে

0

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের ডিভোর্স হয়ে গেছে। এর পরই শাকিবের সঙ্গে নাম জড়ায় চিত্রনায়িকা শবনম বুবলীর। গুঞ্জন ওঠে, তারা প্রেম করছেন। এছাড়া গত বছর এমন গুঞ্জনও ওঠে, শাকিবের সন্তানের মা হতে চলেছেন বুবলী। যদিও সে সবের কোনো সত্যতা মেলেনি আজও।

২০১৬ সালে শাকিব খানের বিপরীতেই ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন একসময়ের সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপর ধারাবাহিক এক ডজন ছবিতে তারা জুটি বেঁধে কাজ করেন। তাতেই তাদের পর্দার বাইরের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ঢালিউডে। তারই সূত্র ধরে বুবলীর সঙ্গে ঠান্ডা লড়াইয়ে নেমে পড়েন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

একে অন্যকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ ও তীর্যক মন্তব্য করতে থাকেন অপু ও বুবলী। বিশেষ করে, বুবলীর নাম উল্লেখ না করে তাকে প্রায়ই ফেসবুকে এবং বিভিন্ন সাক্ষাৎকারে তুলোধুনা করতে থাকেন অপু। এমন অভিযোগও ওঠে, বুবলীর কারণেই নাকি শাকিব-অপুর ডিভোর্স হয়েছিল। চমকে দেওয়ার মতো খবর হলো, সেই অপুর সঙ্গেই কাজ করতে চান বুবলী।

এফডিসিতে সম্প্রতি ‘তালাশ’ নামে একটি সিনেমার শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান নায়িকা। বলেন, অপুর সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই। বুবলীর কাছে প্রশ্ন রাখা হয়, অপু বিশ্বাসের সঙ্গে আপনার এক ধরনের অভ্যন্তরীণ রেষারেষি রয়েছে। সেসব ছাপিয়ে যদি আপনাদের একই সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়, কী করবেন?

জবাবে বুবলী বলেন, ‘অবশ্যই একসঙ্গে কাজ করব, কেন করব না? আমরা শিল্পীরা যখন একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে কোনো রেষারেষির বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করে। আমাদের কিন্তু দেখাও হয় না। তাই রেষারেশি আসলে কিছু না। আমার কাছে ভালো গল্পের সিনেমার প্রস্তাব আসলে সবার সঙ্গেই কাজ করতে চাই।’

বুবলীর ‘তালাশ’ সিনেমাটি পরিচালনা করছেন সৈকত নাসির। এই সিনেমার নায়ক দুজন। একজন হলেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর, অন্যজন র‌্যাম্প মডেল আসিফ আহসান খান।

সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’ বুবলীর দ্বিতীয় সিনেমা। এই পরিচালকের ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ওই সিনেমায় নায়ক নিরব হোসেন। ‘ক্যাসিনো’র মাধ্যমেই ক্যারিয়ারে প্রথমবার ঢালিউড কিং শাকিব খানের বৃত্তের বাইরে এসে অন্য কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধেন বুবলী।

সূত্র : ঢাকাটাইমস

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

%d bloggers like this: