বিস্তারের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়: ১৮তম পর্ব’ সন্ধ্যায়
ঢাকা: বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের সহযোগী সংগঠন ‘সিনে ক্লাব বিস্তার’র আয়োজনে দৃশ্যশিল্পবিষয়ক আন্তর্জাল অনুষ্ঠান ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ১৮তম পর্বটি অনুষ্ঠিত হবে রোববার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায়।
এতে ‘অধুনা-বাস্তবের চিত্রভাষা’ শীর্ষক একটি উপস্থাপনাসহযোগে নিজের শিল্পীজীবন ও শিল্পকর্ম নিয়ে কথা বলবেন, তরুণ ও মেধাবী দৃশ্যশিল্পী অভি শংকর আইন।