জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের মতই রয়েছে। অবস্থার অবনতি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।
বনানীতে দলের কার্যালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
তিনি বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, কালকে (শনিবার) যেরকম ছিল, সেরকমই আছে। অবস্থার অবনতি হয়নি। কোনও কোনও ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’
আরো পড়ুন: রিফাত হত্যা : আলোচনায় নতুন ভিডিও
জিএম কাদের আরো বলেন, সিএমএইচের চিকিৎসকরা পল্লীবন্ধুকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি, বর্জ্য অপসারণ করা হচ্ছে। চিকিৎসকরা আশা করছেন, ধীরে ধীরে পল্লীবন্ধুর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে।
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদকে ৪ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে ২৬ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।